হিজরি শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে রবিবার।
দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, শনিবার সন্ধ্যার পরে নতুন চাঁদ দেখা যাওয়ায় দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ ঈদের দিন ঘোষণা করেছে।
রমজান মাসজুড়ে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। শনিবার সৌদি আরবের মুসলমানরা ২৯ রোজা পূর্ণ করবেন এবং রবিবার ঈদের নামাজ পড়বেন।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রোজাও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।
বাংলাদেশে রোজার ঈদের তারিখ নির্ধারণে রবিবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সারা দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ কমিটি রোজার ঈদের দিন ঘোষণা করবে।