ভারতের সঙ্গে চলমান যুদ্ধ উত্তেজনার মধ্যেই একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ‘আবদালি’ নামের ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে ভূমিতে হামলা চালাতে পারে। এর সর্বোচ্চ সীমা ৪৫০ কিলোমিটার পর্যন্ত।
পাকিস্তানের সরকার জানিয়েছে, শনিবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত ক্ষেপণাস্ত্রটি পরমাণু বোমা বহনে সক্ষম। এটির নামকরণ করা হয়েছে ১৮ শতকের আফগান নেতা ও আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠাতা আহমেদ শাহ আবদালির নামে।
ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ হওয়ায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বিজ্ঞানী ও প্রকৌশলীদের শুভেচ্ছা জানিয়েছেন।
ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানোর তিনদিন আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছিলেন, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত চালাতে পারে এমন বিশ্বাসযোগ্য প্রমাণ আছে।
২২ এপ্রিল ভারতের কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। তবে পাকিস্তান সন্ত্রাসী হামলার পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবিও জানিয়েছে দেশটি।
ইতোমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে শাস্তি হিসেবে সিন্ধু পানি চুক্তি বাতিল করেছে ভারত। পাল্টা জবাব হিসেবে, পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত রেখেছে। কাশ্মীর সীমান্তে নিয়মিত গুলি বিনিময়ও করছে দেশ দুটির সীমান্তরক্ষী ও সেনারা। এমন পরিস্থিতিতে উদ্বেগে রয়েছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নাগরিকরা। অন্যদিকে পাকিস্তান অংশের আজাদ কাশ্মীরের বাসিন্দারা যুদ্ধ পরিস্থিতির প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
You might also like

সম্পাদক :মোঃ শাহজালাল
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
You cannot print contents of this website.