কাশ্মীরের পেহেলগামে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে ভারতের অভিযানের জেরে দুই দেশের মধ্যে চরম উত্তেজনার প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার সকালে ভারত জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এর কয়েক ঘণ্টা পর ট্রাম্প এই পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন।
হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “এটা ভয়াবহ। আমি উভয় দেশকেই খুব ভালো করে চিনি। আমি চাই তারা বিষয়টা মিটিয়ে ফেলুক। আমি চাই তারা থেমে যাক, এবং আশা করি তারা এখনই থামবে।”
ওভাল অফিসে সাবেক সিনেটর ডেভিড পার্ডুকে চীনে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ পড়ানোর পর ট্রাম্প আরও বলেন, “আমার অবস্থান হলো—আমি দু’পক্ষের সঙ্গেই ভালো সম্পর্ক রাখি। যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে আমি প্রস্তুত।”
ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তান বহুদিন ধরেই দ্বন্দ্বে লিপ্ত, এবং এই উত্তেজনা অনেকটা প্রত্যাশিতই ছিল।
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র চায় এই ‘টিট ফর ট্যাট’ থেমে যাক। যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি, আমি অবশ্যই করব।”
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-কে দায়ী করেছে ভারত, যেটি লস্কর-ই-তইয়্যবার শাখা বলে জানায় দেশটির নিরাপত্তা সংস্থাগুলো।
এরপর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চরমে পৌঁছেছে। সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে, স্থগিত হয়েছে বাণিজ্য ও ভিসা কার্যক্রম।
পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দিতে ভারতের সেনাবাহিনীতে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, “কীভাবে, কোথায় ও কখন আঘাত হানা হবে-সে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা সেনাবাহিনীর।”
মোদী আরও জানিয়েছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তিশালী জবাব দেওয়া আমাদের জাতীয় সংকল্প’ এবং তিনি ভারতীয় সেনাবাহিনীর ওপর ‘সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা’ রাখেন।
এরপর পাকিস্তানে হামলার প্রস্তুতি নিতে থাকে ভারত। হামলার আশঙ্কায় বিমানবন্দরে ভারতীয় বিমান উঠানামা বন্ধ করে দেয় পাকিস্তান।
পেহেলগামে হামলার জবাবে ঠিক দুই সপ্তাহ পর মঙ্গলবার রাতে ভারতের বিমানবাহিনী পাকিস্তানের অভ্যন্তরে অন্তত ৯টি স্থানে বিমান হামলা চালায়, যেগুলোকে তারা ‘জঙ্গি ঘাঁটি’ হিসেবে চিহ্নিত করেছে। ভারত এই সামরিক অভিযানের নাম দেয় ‘অপারেশন সিঁদুর’।
পাকিস্তান এই হামলার কড়া নিন্দা জানিয়ে বলেছে, এটি তাদের সার্বভৌমত্বের ওপর ‘সরাসরি আঘাত’। এই পরিস্থিতিতে শান্তির বার্তা নিয়ে এগিয়ে এসেছেন ট্রাম্প।
You might also like

সম্পাদক :মোঃ শাহজালাল
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
You cannot print contents of this website.