ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মান। স্বাভাবিকভাবেই ইতিহাস তৈরি করার রাতটা নির্ঘুমভাবে কাটিয়েছে ফ্রান্সের জনগণ। কিন্তু নির্ঘুম এই রাতে দেশের প্রত্যেক মানুষের মনে ছিল আতঙ্ক।
জয় উদযাপনের ফ্রান্সজুড়ে দেখা দেয় বিশৃঙ্খলা। পরে তা সহিংসতায় রূপ নেয়। এতে প্রাণ হারিয়েছেন ২ জন, আহত হয়েছেন অন্তত ১৯২ জন। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫৫৯ জনকে।
শনিবার রাতে ইন্টার মিলানকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। এ জয়ে প্যারিসসহ ফ্রান্সজুড়ে শুরু হয় উন্মত্ত উদযাপন। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে তা সহিংসতায় রূপ নেয়।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ৫৫৯ জনের মধ্যে শুধু প্যারিস থেকেই ধরা পড়ে ৪৯১ জন। এর মধ্যে ৩২০ জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। শুধুমাত্র প্যারিসে হেফাজতে নেওয়া হয়েছে ২৫৪ জনকে।
বিশ্ববিখ্যাত শঁজেলিজে সড়কে ছিল সবচেয়ে বেশি ভাঙচুর ও সহিংসতা। বাসস্টপ ভাঙচুর, পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ, রাস্তা জুড়ে আগুন—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
মন্ত্রণালয় আরও জানায়, এ রাতে ফ্রান্সজুড়ে শত শত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার মধ্যে ২০০-র বেশি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সহিংসতায় আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য এবং ৭ জন দমকলকর্মী।