ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দা প্রধানসহ তিন জেনারেল নিহত

21

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি ও তার সহকারীসহ তিন শীর্ষ জেনারেল নিহত হয়েছেন।

- Advertisement -

- Advertisement -

রবিবার ইরানের রাজধানী তেহরানে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন বলে দাবি করছে ইরান।

ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি ও তার ঘনিষ্ঠ সহকারী হাসান মোহাকিক হামলার শিকার হন। নিহত আরেক জেনারেলের নাম মোহসেন বাঘারি বলে জানিয়েছে ইরানের সরকারি সংবাদমাধ্যমটি।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, আমরা তেহরানে আইআরজিসির প্রধান গোয়েন্দা কর্মকর্তা ও তার সহকারীকে হত্যা করেছি।”

গত শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। সেদিনের হামলায় ইরানের শীর্ষ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হন।

নিহতদের মধ্যে ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার গোলামালি রশিদ এবং আইআরজিসির এরোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদেহ।

হামলার জবাব দিতে শুক্রবার সন্ধ্যায় দূরপাল্লার শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তেহরান দাবি করেছে, তারা ইসরায়েলের সামরিক-শিল্প কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে, যেগুলো ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করে।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, ইরানের হামলায় সবমিলিয়ে দশজন নিহত হয়েছে, আহত হয়েছে দুই শতাধিক।

সিএনএনের খবরে বলা হয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ইরান ও ইসরায়েল পরস্পরের লক্ষ্যবস্তুতে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে দুই দেশেই প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলের সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে ছুটে যায় ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে।

ইসরায়েলের বিভিন্ন শহরে ঘরবাড়ি ধসে পড়ে, বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে জেরুজালেম ও তেলআবিব। উদ্ধারকাজে নামে জরুরি দল। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরান-ইসরায়েলের এমন নজিরবিহীন সংঘর্ষে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়ছে গোটা অঞ্চলে। এমনকি বৈশ্বিক রাজনীতিতেও।

You might also like