ভিয়েতনামের হা লং বে-তে পর্যটকবাহী নৌকা উল্টে ৩৭ মৃত্যু

1

ভিয়েতনামের হা লং উপসাগরে ঝড়ো আবহাওয়ার মধ্যে পর্যটকবাহী একটি নৌকা উল্টে অন্তত ৩৭ পর্যটকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

- Advertisement -

শনিবার স্থানীয় সময় দুপুর প্রায় ২টার দিকে ৫৩ জন আরোহী নিয়ে নৌকাটি উল্টে যায়। এ সময় উপসাগরের ওই এলাকাটিতে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি ভারি বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল বলে ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে জানিয়েছে রয়টার্স।

চলতি বছর দক্ষিণ চীন সাগরে তৃতীয় আরেকটি টাইফুন আঘাত হানতে যাচ্ছে। উইপা নামের এই ঝড়টি সোমবারের দিকে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলে উঠে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই টাইফুনের প্রভাবেই সাগর অশান্ত হয়ে আছে।

স্থানীয় সংবাদপত্র ভিএনএক্সপ্রেস জানিয়েছে, অধিকাংশ পর্যটকই রাজধানী হ্যানয় থেকে এসেছিলেন। তবে সরকারিভাবে পর্যটকদের জাতীয়তা ঘোষণা করা হয়নি।

রাষ্ট্রায়ত্ত ভিয়েতনাম বার্তা সংস্থা স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো ১১ জনকে জীবিত উদ্ধার করেছে। পাশাপাশি ৩৭টি মৃতদেহ খুঁজে পেয়েছে।

নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছেন জরুরি বিভাগের কর্মীরা।

হ্যানয় থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে হা লং উপসাগর প্রতি বছর লাখ লাখ পর্যটককে আকর্ষণ করে। ছোট ছোট দ্বীপ দিয়ে ঘেরা নয়নাভিরাম এই উপসাগরে নৌকায় করে বেড়ানো পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।

টাইফুন উইপার কারণে ভিয়েতনামের আকাশপথে ভ্রমণেও বিঘ্ন ঘটছে। দেশটির নো বাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিমানবন্দরে অবতরণ করার কথা থাকা নয়টি ফ্লাইটকে অন্য বিমানবন্দরে পাঠিয়ে দিয়েছে তারা আর ছেড়ে যাওয়ার কথা থাকা তিনটি ফ্লাইটকে শনিবার উড্ডয়নের অনুমতি দেওয়া হয়নি।

You might also like