ইউএস-বাংলার প্লেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে বলেছে নেপালের আদালত

ইউএস-বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউএস-বাংলা এয়ারলাইন্স এখনো কোনো আনুষ্ঠানিক বা আদালতের রায় সংক্রান্ত তথ্য পায়নি।

0

বাংলাদেশের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত যাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে নেপালের কাঠমান্ডু জেলা আদালত। গত মঙ্গলবার বিচারক দিবাকর ভট্টের আদালত এই রায় দেন। নেপালের সংবাদমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’ এক খবরে এ তথ্য জানিয়েছে।

- Advertisement -

- Advertisement -

তবে ইউএস-বাংলা বলছে, এই ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই।

ইউএস-বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউএস-বাংলা এয়ারলাইন্স এখনো কোনো আনুষ্ঠানিক বা আদালতের রায় সংক্রান্ত তথ্য পায়নি। আদৌ এমন কোনো রায় হয়েছে কি না, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

লিগ্যাল টিম বিষয়টি গুরুত্বসহকারে বিষয়টি যাচাই করছে বলেও জানিয়েছে বিমান সংস্থাটি।

এমন কোনো রায় থেকে থাকলে তা আইনিভাবে বিশ্লেষণ করে যথাযথ সময়ে গণমাধ্যমে অবহিত করা হবে বলেও উড়োজাহাজ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা জানিয়েছেন, কাঠমান্ডু পোস্টে প্রকাশিত প্রতিবেদন থেকে দেশে কোনো কোনো গণমাধ্যম সেই খবর প্রকাশ করেছে। তাই আদালতের কোনো নিশ্চিত তথ্য বা রায়ের অনুলিপি ছাড়া ভিন্ন দেশের কোনো সংবাদমাধ্যমে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচার থেকে বিরত থাকার থাকার জন্য তারা অনুরোধ করছেন।

২০১৮ সালের ১২ মার্চ ইউএস-বাংলার একটি বোম্বারডিয়ার ড্যাশ–৮ উড়োজাহাজ ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে সরে গিয়ে আগুন ধরে যায়। এতে ৭১ জন আরোহীর মধ্যে ৫১ জন নিহত হন।

নিহতদের মধ্যে ২২ জন নেপালি, ২৮ জন বাংলাদেশি এবং একজন চীনা নাগরিক ছিলেন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা।

কালবেলার সৌজন্যে 

You might also like