স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের অন্যতম শহীদ তাজুল ইসলাম আদর্শ রাজনীতি ও আত্মত্যাগের অনন্য উদাহরণ হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্টি পার্টির (সিবিপি) নেতারা।
শনিবার (১ মার্চ) সকাল ১০টায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের সামনে তাজুল ইসলাম স্মরণে স্থাপিত অস্থায়ী বেদীতে সিপিবিসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা নিবেদন শেষে সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম।
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তার বক্তব্যে বলেন, দেশের মানুষের মুক্তির লড়াইকে অগ্রসর করতে গেলে এক ঝাঁক নিবেদিত প্রাণ দরকার। মানব মুক্তির সংগ্রামের একজন হয়ে দায়িত্ব পালন করতে গিয়ে কমরেড তাজুল তার জীবনকে উৎসর্গ করেছিলেন। স্বৈরাচার এরশাদবিরোধী সংগ্রামে তিনি শহীদের মৃত্যুবরণ করে দেশবাসীর সামনে দৃষ্টান্ত স্থাপনকারী হয়েই আছেন। শহীদ তাজুল ইসলাম আদর্শ রাজনীতি ও আত্মত্যাগের অনন্য উদাহরণ হয়ে থাকবেন।