ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি খারাপ হবে: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সন্তুষ্ট নয় বিএনপি

41

ডিসেম্বরে নির্বাচন না হলে দেশে ‘বিশৃঙ্খলা’ হতে পারে বলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে জানিয়েছে বিএনপি। এইসঙ্গে সরকারপ্রধানের সঙ্গে বৈঠকে তারা ‘সন্তুষ্ট’ না বলেও জানানো হয়েছে।
বুধবার মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠক থেকে মির্জা ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সময় দিয়েছেন, নির্বাচনের এই সময় নিয়ে আমরা একেবারে সন্তুষ্ট নই।”
বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট সময় বেঁধে দেননি। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, ডিসেম্বর নির্বাচনের কাট অফ টাইম। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি, সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা কঠিন হবে।”
এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য তারা যমুনায় ঢোকেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক দুপুর ২টার দিকে শেষ হয়।
বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ।
প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

- Advertisement -

- Advertisement -

You might also like