‘অনেক ঘটনা ঘটছে’, দ্রুত নির্বাচন দিন: ইউনূসকে ফখরুল

4

সংস্কার প্রক্রিয়া দ্রুত শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে এক মতবিনিময় সভায় তিনি এই দাবি জানান।
বিএনপি নেতা বলেন, “দেশে অনেক ঘটনা ঘটছে। সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিলে এসব সমস্যার সমাধান হবে।”
বিএনপিও সংস্কারের পক্ষে উল্লেখ করে তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করেন ফখরুল। তিনি বলেন, “সংস্কার করে এমন নির্বাচন দিতে হবে, যেখানে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”
আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ‘গুম-খুনের’ পাশাপাশি দেশেরও ক্ষতি হয়েছে বলে অভিযোগ আনেন তিনি।
বলেন, “আওয়ামী লীগ সরকার ‘২৬ লক্ষ কোটি টাকা’ পাচার করেছে। নির্বাচন, আইনশৃঙ্খলা, ব্যাংক, শিক্ষাসহ সবকিছু ধ্বংস করে দিয়েছে। এখন দেশকে নতুন করে গড়তে হবে।”
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বানও জানান বিএনপি নেতা। বলেন, “দেশের প্রতি দয়া থাকলে তিনি পালাতেন না। দেশনেত্রী খালেদা জিয়া তো পালাননি।”
‘হিন্দু-মুসলমান এক বৃত্তে দুটি ফুল’
সকালে ঠাকুরগাঁও পৌরসভার কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফখরুল।
সেখানে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানিয়ে বলেন, “হিন্দু-মুসলমান এক বৃত্তে দুটি ফুলের মতো। বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে।”
মুক্তিযুদ্ধের সময় হিন্দু-মুসলমান একসঙ্গে লড়াই করেছে মন্তব্য করে বিএনপি নেতা বলেন, “আপনাদের প্রতি আমাদের অন্তরের টান এখনও আছে। আপনাদের কখনই আলাদা করে দেখার চেষ্টা করিনি।
“আস্থা রাখবেন। আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। আপনাদের বিপদ মানে, আমার বিপদ। আপনাদের শান্তি মানে, আমার শান্তি। আপনাদের সুখ মানে, আমার সুখ। কখনও বিভাজনের রাজনীতি আমরা করিনি।”
শৈশবে পূজায় অংশগ্রহণের বিষয়টি নিয়েও স্মৃতিচারণ করেন ফখরুল। বলেন, “আমাদের সন্ধ্যা শুরু হতো শাঁখ ও ঘণ্টার ধ্বনিতে। আমি নিজেও পূজার প্রসাদ খেয়েছি বহুবার। কিন্তু রাজনৈতিক কারণে এক সময় আমাকে মন্দির বা সনাতন ধর্মের অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকতে হয়েছে, যা আমার জন্য দুঃখজনক।”
সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
‘আমরা যেন সুযোগ কাজে লাগাতে পারি’
দুপুরে ঠাকুরগাঁও শহরের সেন্ট মাদার তেরেজা স্কুলে অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যান ফখরুল।
ঠাকুরগাঁও শহরের সেন্ট মাদার তেরেজা স্কুলে অভ্যর্থনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেখানে তিনি বলেন, “আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ‘নতুন বাংলাদেশ’ গড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমরা যেন এ সুযোগ কাজে লাগাতে পারি, সবাই কথা বলতে পারে এমন রাষ্ট্র তৈরি করতে পারি, বিশেষ করে মেধার অধিকার প্রতিষ্ঠা করতে পারি।”
মানুষের সঙ্গে মানুষের দূরত্ব কমাতে এবং বিভেদ মুক্ত সমাজ গড়তে মানুষের মধ্যে মানুষের ‘প্রেম সৃষ্টির’ কথাও বলেছেন বিএনপি নেতা।
তিনি বলেন, “আমাদের দুর্ভাগ্য আজকাল গোটা পৃথিবী কেমন যেন বিভেদ সৃষ্টি হয়েছে, বিভাজন হচ্ছে। হিংসা, প্রতিহিংসা, হানাহানি; এটা থেকে ফিরে আসার একমাত্র পথ মানুষে মানুষের মাঝে ভালোবাসা সৃষ্টি করা। মানুষে মানুষের মাঝে প্রেম সৃষ্টি করা এবং বিভেদ মুক্ত সুন্দর সমাজ গঠনের তাগিদ দেওয়া।”
বক্তব্য শেষে ফখরুলের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

- Advertisement -

- Advertisement -

You might also like