খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের অপেক্ষা

27

লন্ডনে চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শার্মিলা রহমানও বিএনপি প্রধানের সঙ্গে বাংলাদেশে আসছেন।

- Advertisement -

- Advertisement -

কাতারে অল্প সময়ের যাত্রা বিরতি শেষে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিএনপি প্রধানকে শুভেচ্ছা জানাতে ও বরণ করতে বনানী, খিলক্ষেতসহ বিমানবন্দর সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন দলটির অনেক নেতাকর্মী।

সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা খালেদা জিয়াকে বরণ করতে বিমানবন্দরে আসতে থাকেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনানী, খিলক্ষেত, বিমানবন্দরে অবস্থান নেন তারা।

নেতাকর্মীরা পিকআপ, বাস ও ট্রাকে করে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে আসেন। কেউ-কেউ মাথায় দলের পতাকা লাগিয়ে এসেছেন।

‘খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘খালেদা, জিয়া’, ‘তারেক, রহমান’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।

বিএনপি নেতাকর্মীদের অবস্থান ঘিরে সড়কে ও বিমানবন্দর এলাকায় বিপুল পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, এপিবিএন, আনসার সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

খালেদা জিয়াকে স্বাগত জানাতে মৌলভীবাজার থেকে এসেছেন বিএনপির কর্মী আব্দুল খালেক। দেশকাল নিউজ ডটকমকে তিনি বলেন, “আমাদের মা ও দেশনেত্রী আজ দেশে আসবেন। তাকে শুভেচ্ছা জানাতেই এসেছি।”

যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার বিকেল সোয়া চারটার দিকে (বাংলাদেশ সময় সোয়া নয়টা) খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। খালেদা জিয়াকে বিদায় জানান তার ছেলে তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যরা।

পরিবারের সদস্যরা ছাড়াও যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের অনেকে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন।

বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাকে ঘিরে মঙ্গলবার সকালে ঢাকার বিমানবন্দর এলাকায় বড় ধরনের যানজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সেই কারণে দুপুর পর্যন্ত ওই সড়কটি যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তায় চলাচলের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এছাড়া খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিএনপির যেসব নেতাকর্মী বিমানবন্দর এলাকায় যাবেন, তাদেরকে মূল সড়কে অবস্থান না দিয়ে ফুটপাতে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ।

নেতাকর্মীরা কোথায় কোন পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন, সে ব্যাপারে রবিবার একটি নির্দেশনা দিয়েছে বিএনপি।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি রাত ১১টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। পরদিন বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর তাকে সেখান থেকে সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ নিয়ে ভর্তি করা হয়। ১৭ দিনের ক্লিনিক-পর্ব শেষে তাকে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা দেওয়া হয়।

You might also like