মঙ্গলবার (২৭ মে) দুপুর আড়াটাই দিকে প্রিজনভ্যানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে হরিরামপুরে আনা হয়। তবে এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। থানা চত্বরেও দেখা যায়নি বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের কোনো নেতাকর্মীকে।
এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জের আদালতের হাজত খানায় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আনা হয়। এর পরে সিংগাইর থানার হত্যা মামলায় তাকে বেলা ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হয়। বিচারক মমতাজ বেগমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোর্ট সূত্রে জানা গেছে, হাজিরা শেষে মমতাজ বেগমকে হরিরামপুরে ভাঙচুর ও মারামারি মামলায় দুই দিনের রিমান্ড ও সিংগাইরে হত্যা মামলায় চার দিনের রিমান্ড থাকায় তাকে প্রথমে দুই দিনের জিজ্ঞাসাবাদের জন্য হরিরামপুর থানায় পাঠানো হয়।