এনসিপির প্রেসিডেন্ট ও জিএস কাউন্সিলে নির্বাচিত হবেন

নারী কর্মীদের নিয়ে মিথ্যাচারের ব্যবস্থা নেবে এনসিপি

12

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাধারণ সভায় দলীয় গণতন্ত্র অনুমোদন করা হয়েছে। শুক্রবার রাজধানীর বাংলামটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে আগামী রোববার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।গত ২৮ ফেব্রুয়ারি নতুন দলটির আত্মপ্রকাশের তিন মাস পর নবীন রাজনৈতিক সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন হলো।

- Advertisement -

- Advertisement -

এদিকে গঠনতন্ত্র অনুমোদনের কথা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা কথা বলেছেন সম্প্রতি দলের কেন্দ্রীয় নেতা তুষার সারোয়ারের বিরুদ্ধে ওঠা নারীকে যৌন হয়রানির বিষয়েও। সংবাদ সম্মেলনে বলা হয় নারী কর্মীদের নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এনসিপি। শুক্রবার দলটির খসড়া গঠনতন্ত্র অনুমোদনের পর এক প্রেস ব্রিফিংয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন এ হুঁশিয়ারি দেন।তিনি বলেন, এনসিপির নামে সোশ্যাল মিডিয়াতে মিথ্যাচার করা হচ্ছে। এসব থেকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

জানা গেছে এনসিপির প্রেসিডেন্ট ও জিএস কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে ৩ বছর। মেয়াদের সবশেষে ৯০ দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল আয়োজন করতে হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রেসিডেন্ট ও দুইবার জিএস পদে থাকতে পারবে।

১১ জন নির্বাচিত পলিটিক্যাল কাউন্সিল মেম্বারসহ মোট ১৫ জন মেম্বার থাকবেন পলিটিক্যাল কাউন্সিলে। নির্বাচিত ১১ জনের মধ্যে অন্তুত ৩ জন নারী হতে হবে। প্রেসিডেন্ট, জিএস পদাধিকার বলে এবং তাদের মনোনয়নে আরও ২ জন থাকবেন।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ছয় সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল গত এপ্রিল মাসে। দলের যুগ্ম-আহ্বায়ক অ্যাড. জাবেদ রাসিনকে প্রধান করে ছয় সদস্যবিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করার দুমাস পর অনুমোদিত হলো নতুন দরটির গঠনতন্ত্র।

You might also like