সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে: মির্জা ফখরুল

৯১

সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত সরকার পরে সংস্কারের বাকি কাজ করবে বলেও জানান তিনি।

- Advertisement -

- Advertisement -

আজ রোববার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। বেলা ১১ টার দিকে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় যেকোনো পরিস্থিতিতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সমসাময়িক ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ‘জনগণ ভোটের অপেক্ষায় আছে, তাই প্রাথমিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার পরে সংস্কারের বাকি কাজ করবে।’

রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব। রাজনৈতিক দলসহ সবার ঐকমত্য ছাড়া সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন সম্ভব নয় বলেও জানান তিনি।