সিনেমা হলে সালমান-শাবনুরের সিনেমা

১৯

ঢাকাই সিনেমাপ্রেমীদের স্বপ্নের নায়ক সালমান শাহ। সেই সাথে প্রিয় জুটি হিসেবেও আসে সালমান-শাবনূরের নাম।

- Advertisement -

- Advertisement -

মৃত্যুর প্রায় তিন দশক পরও তার জনপ্রিয়তার ধারেকাছে নেই বর্তমানের কেউ। ভক্তদের সেই ভালোবাসার টানেই আবারও প্রেক্ষাগৃহে আসছেন সালমান-শাবনূর জুটি।

নব্বইয়ের দশকে ধুমকেতুর মতো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আবির্ভূত হয়েছিলেন তিনি। অল্প সময়ের মধ্যেই জয় করেছিলেন অসংখ্য দর্শকের হৃদয়। কোটি তরুণ-তরুণীর স্বপ্নের নায়ক হয়ে উঠেছিলেন সালমান।

গত শুক্রবার থেকে রাজধানীর বিজিবি সিনেমা হলে চলছে সালমান শাহ অভিনীত ‘জীবন সংসার’। এর আগে এই হলে তার আরেক জনপ্রিয় সিনেমা ‘চাওয়া থেকে পাওয়া’ প্রদর্শিত হয়েছিল।

গল্প, নির্মাণ, গান ও অভিনয়ে সমৃদ্ধ ‘জীবন সংসার’ পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এ সিনেমায় সোনালি দিনের জনপ্রিয় জুটি ফারুক-ববিতাও অভিনয় করেছেন। ১৯৯৬ সালের ১৮ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটি সেসময় ব্যবসাসফল হয়েছিল। দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরল এই সিনেমা।

সালমান শাহর ক্যারিয়ার শুরু হয় ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন নায়িকা মৌসুমী। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তারা। এরপর একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেন এই নায়ক। পরে শাবনূরের সঙ্গে জুটি গড়ে দারুণ সাড়া ফেলেন। সালমানের ক্যারিয়ারে সর্বাধিক সিনেমার নায়িকা ছিলেন শাবনূর। তাদের অন্যতম সফল সিনেমার তালিকায় রয়েছে ‘জীবন সংসার’।