নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় দুই বন্ধু নিহত

80

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে এসে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

- Advertisement -

- Advertisement -

নিহতরা হলেন, ঢাকার নন্দীপাড়ার বদিউজ্জামানের ছেলে কামরুজ্জামান টুটুল (৪১)ও আবদুল বাতেনের ছেলে হাবিব (৩৯)

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।

এর আগে গতকাল বুধবার মধ্যরাতে টিপুরদী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, টুটুল ও হাবিব মোটরসাইকেল করে সোনারগাঁওয়ে ঘুরতে আসেন। তারা বাসায় ফেরার পথে টিপুরদী এলাকায় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি উল্টে গিয়ে দুই বন্ধু মহাসড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই টুটুল নিহত হন আর হাবিবকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, মোটরসাইকেল আরোহী নিহত দুজন সোনারগাঁওয়ে বেড়াতে আসেন। রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। তবে এ ঘটনায় ঘাতক বাসের চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

You might also like