চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনা উদ্ধার, গ্রেপ্তার ২

58

চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে প্রায় আড়াই কেজি সোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

- Advertisement -

- Advertisement -

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার সদরগঞ্জ  বাজার এলাকায় পূর্বদশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৮টি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, দামুড়হদা উপজেলার পিরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বকসের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের বাসে (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) সোনা চোরাচালান হবে। ওই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয়। দুপুর সোয়া ১টার দিকে বাসটি পৌঁছালে সেটির গতিরোধ করা হয়। তখন বাসে তল্লাশি চালিয়ে রফিকুল ইসলাম ও লিটন খানের দেহ তল্লাশি করে ১৮টি সোনার বার উদ্ধার করা হয়। ওই সোনার ওজন ২ কেজি ৪১১ গ্রাম। এর আনুমানিক মূল্য ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার টাকা।

এ ব্যাপারে বিজিরি নায়েক সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছেন।

You might also like