ভারতের কাছে হার দিয়ে শুরু বাংলাদেশের

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ

১১

ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল বাংলাদেশ ও ভারত। তবে সুবিধা করতে পারেনি বাংলার মেয়েরা। কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু হলো হার দিয়ে।

- Advertisement -

- Advertisement -

বৃহস্পতিবার (৬ মার্চ) ইরানে শুরু হয়েছে ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ।

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে টানা চারবারের চ্যাম্পিয়ন ভারতের কাছে ৬৪-২৩ পয়েন্টে হেরেছে বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশ নারী দল বৃহস্পতিবারই দ্বিতীয় ম্যাচ মালয়েশিয়ার

মালয়েশিয়া তাদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪৫-২৪ পয়েন্টে হেরেছে।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বড় জয় পেয়েছে স্বাগতিক ইরান। ‘বি’ গ্রুপে তারা ৫৮-১৩ পয়েন্টে হারিয়েছে ইরাককে।

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের আগের আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল।

৭ দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়া। আর ‘বি’ গ্রুপে আছে স্বাগতিক ইরান, নেপাল ও ইরাক। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে।

শুক্রবার দুটি সেমিফাইনাল ও ৮ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।