চলতি বছর স্বাধীনতা পদক-২০২৫ এর জন্য আটজন ব্যক্তিতে মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে লেখক গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর একজন।
বৃহস্পতিবার প্রদকপ্রাপ্তদের নাম জানানোর পরই এই লেখক পদক গ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন গণমাধ্যমে।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেওয়া হয়েছে। আমি সেগুলোর কোনোটি গ্রহণ করিনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। এজন্য তাদের ধন্যবাদ। কিন্তু তাদের দেওয়া এই পুরস্কারও গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেস বিবৃতির মাধ্যমে আমি এটা জানিয়ে দিচ্ছি।’