নেত্রকোণায় চুরির অভিযোগে ২ শিশুকে গাছে বেঁধে নির্যাতন  

32

নেত্রকোণার মদন উপজেলায় মোবাইলফোন চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ওই শিশু দুটিকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

- Advertisement -

দুই  শিশুর মধ্যে একজনের বাড়ি চানগাঁও ইউনিয়ন ও  অন্যজন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের মধ্যে একজনের বয়স ১২ বছর, অন্যজনের ১৩ বছর। 

আটক দুজন হলেন– মদন পৌরসভার আগরিপাড়া এলাকার বাসিন্দা সুকেল মিয়া (২৬) ও  উপজেলার খাগুরিয়া এলাকার বাসিন্দা জয়নাল মিয়া (২০)। 

এ ঘটনায় নির্যাতিত এক শিশুর চাচা মদন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

এর আগে বুধবার দুপুরে নেত্রকোনার মদন পৌরসভার কৃষি অফিস সংলগ্ন এমন ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে দুই  শিশুকে উদ্ধারের পাশাপাশি দুজনকে আটক করে।  

মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, মদন পৌরসভার কৃষি অফিসের সামনে একটি বাস থেকে মঙ্গলবার রাত ২টার দিকে তিনটি ফোন চুরি হয়। এরই সন্দেহে বুধবার সকালে দুই শিশুকে চুরির অপবাদ দিয়ে নারকেল গাছে বেঁধে নির্যাতন করা হয়।

ওসি জানান, এর ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে পড়লে ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিও পুলিশের নজরে আসলে শিশু দটিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুজনকে আটক করা হয়েছে। নির্যাতনের শিকার শিশুর চাচা লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

You might also like