ব্যানার নিউজের নতুন আয়োজন সপ্তাহের খবর বিশ্লেষণ। সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রতি সপ্তাহে প্রচারিত বিভিন্ন জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালে প্রচারিত সংবাদ ও সেই সংবাদের বিশ্লেষণ প্রকাশ হবে প্রতি রবিবার। আজ থেকেই তা শুরু হচ্ছে । আর গত সপ্তাহের দুটি খবরের একটি হলো দৈনিক বণিক বার্তার অপরটি প্রথম আলোর। দুটি বিশেষ প্রতিবেদনই ছাপা হয়েছে গত বৃহস্পতিবার (২০ মার্চ)।
বণিক বার্তার প্রধান শিরোনাম ছিল ‘পারফিউম ব্যবসার আড়ালে দেশের সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্রমাণ পেয়েছে এনবিআর।’
অন্যদিকে প্রথম আলোর প্রধান শিরোনাম ছিল ‘দুবাই থেকে অবৈধভাবে এসেছে ৩২ হাজার কোটি টাকার সোনা।’
বণিক বাতার সংবাদটির প্রধান বিষয় হচ্ছে পারফিউম ব্যবসার আড়ালে দুবাইয়ে টাকা পাচার। অভিযোগ সিলেটের ব্যবসায়ী আল হারামাইন গ্রুপের মালিক মোহাম্মদ মাহতাবুর রহমান নাসিরের বিরুদ্ধে। হাজার কোটি টাকা পাচারের খবরে বলা হয়েছে- যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও রহমান এখন থাকেন দুবাইয়ে। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল বলছে আলোচিত এই ব্যবসায়ীর বাণিজ্য নেটওর্য়াক আছে ৮৬টি দেশে। আমদানি-রফতানির আড়ালে তিনি টাকা পাচার করেন বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে প্রথম আলোর সংবাদটির মূল বিষয় হলো- আরব আমিরাত থেকে সোনা আমদানি। বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে যে পরিমাণ সোনা রফতানি হচ্ছে তা বাংলাদেশের হিসাবে নেই। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে গত ১০ বছরে আরব-আমিরাত থেকে বৈধ পথে মাত্র ৮২ লাখ ডলার মূল্যের সোনা আমদানি হয়েছে। অর্থাৎ ৩৬৫ কোটি ৮২ লাখ ডলারের সোনা বৈধভাবে দেশে ঢোকেনি।
নিচে সংবাদ দুটির মূল লিংক দেওয়া হলো-