দুই লাখ কর্মসংস্থানের আশা জাগিয়ে উৎপাদনে যাচ্ছে ২৮ দেশি-বিদেশি প্রতিষ্ঠান

17

বছরের শেষে চট্টগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনে যাচ্ছে ২৮টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান। অন্তত দুই লাখ মানুষের কর্মসংস্থান হবে এসব প্রতিষ্ঠানে। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দেওয়া বিদেশি বিনিয়োগকারীরা পরিদর্শন করেছেন এই এলাকা। কর্তৃপক্ষ বলছে, এই বিশেষ অঞ্চল দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেতে পারে।

- Advertisement -

- Advertisement -

মেঘনা ও ফেনী নদীর মোহনায় চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে তোলা হয়েছে দেশের বৃহত্তম জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এনএসইজেড। করোনা মহামারিসহ বিভিন্ন কারণে কারখানা স্থাপনে ধীরগতি থাকলেও গত বছর থেকে পুরোদমে শুরু হয়েছে নির্মাণকাজ।

এই অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে ১৫৫ বিনিয়োগকারী তাদের জমি বুঝে পেয়েছেন। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দেওয়া বিদেশি ব্যবসায়ীরাও এনএসইজেড পরিদর্শনের পর এখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন।

বিনিয়োগকারীরা জানান, বিনিয়োগ করা নিয়ে তারা অত্যন্ত ইতিবাচক। বাংলাদেশে অনেক সুযোগ রয়েছে। বিনিয়োগবান্ধব হলেও এখানে নানা চ্যালেঞ্জও আছে। সেসব চ্যালেঞ্জগুলো সমাধান করা হলে, বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ তুলে আনতে পারবে।

You might also like