অপহরণ ও ধর্ষণ মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত দুইটার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।
পুলিশ জানায়, সংগীতশিল্পী নোবেল সাত মাস আগে ইডেন কলেজের এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করে মেয়েটি।
ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান দেশকাল নিউজ ডটকমকে বলেন, “অপহরণ ও ধর্ষণ মামলায় নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে।”
ওসি বলেন, “কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এরপর থেকে তাকে খুঁজতে থাকে পুলিশ।
“এর মধ্যে মেয়েটির অভিভাবক জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সোমবার রাত ১০টায় ডেমরার আমতলা এলাকায় নোবেলের বাসা থেকে তাকে উদ্ধার করি।”
২০২৩ সালের ২০ মে আরও একবার গ্রেপ্তার হয়েছিলেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। টাকা নিয়ে গান গাইতে না যাওয়ার অভিযোগে করা এক প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সম্পাদক :মোঃ শাহজালাল
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
You cannot print contents of this website.