এপ্রিল মাসে সংসদ নির্বাচনের নজির নেই

১২টি সংসদের মধ্যে তিনটি ফেব্রুয়ারিতে এবং দুইটি মার্চে হয়েছে

28

সংখ্যা ১২ হলেও ১২ লাখ ভোট আছে কি না সন্দেহ । আর নিজেদের প্রতীকে ১২ জন এমপি হতে পারবেন তার নিশ্চয়তাতো কেউ দিতে পারবে না। তবে সেই রকম ১২টি দলের সমন্বয়ে গঠিত ১২ দলীয় জোট প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের ঘোষিত এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য সময়সূচীকে ব্যাঙ্গ করে “এপ্রিলফুলের” সাথে তুলনা করেছে। মূলত দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির সহযোগী হিসেবেই চিন্থিত এই জোটটি। তবে তাদের এপ্রিলফুল নিয়ে রাজনীতি কি হবে তা এখনো অনিশ্চিত । কিন্তু তথ্য বলছে বাংলাদেশে এখন পর্যন্ত যে ১২টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তার কোনটিতেই এপ্রিল মাসে ভোট গ্রহনের কোনো উদাহরণ নেই। এমনকি তিনটি সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন এবং তিনটি গনভোটের কোনটিই হয়নি এপ্রিল মাসে।

- Advertisement -

- Advertisement -

অনুসন্ধানে জানা গেলো ফেব্রুয়ারি আর মার্চ মাসেই বেশি ভোট গ্রহন হয়েছে। তিনটি ফেব্রুয়ারি ও দুইটি মার্চে  । ডিসেম্বরে নির্বাচন হয়েছে দুটি। দেশ স্বাধীন হবার পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৩ সালের ৭ মার্চ ।  ১৯৮৫ সালের ২১ মার্চ হয়েছিল গনভোট। ১৯৮৮ সালের যে নির্বাচন বিএনপি ও আওয়ামী লীগসহ প্রায় সকল রাজনৈতিক দল বজর্ণ করছিল ,সেটির ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে ৩ মাচ। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল ১৯৭৯ সালের ১৭ ফেব্রুয়ারি । সামরিক স্বৈরশাসক এইচ এম এরশাদের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অস্থায়ী সরকারের অধীনে পঞ্চম জাতীয় সংসদের ভোট হয়েছিল ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি। এরপর ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন নামে মাত্র হয়েছিল ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি। এর আগে ১৯৮৬ সালে হয়েছিল দুটি জাতীয় নির্বাচন। ১৫ অক্টোবর ১৯৮৬ সালে অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্রপতি নির্বাচন। আর ঐ বছরের ৭ মে ভোট গ্রহন হয়েছিল তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন।

এপ্রিলে না হলেও মে-জুন মাসের গরমে নির্বাচন হবার উদাহরণও আছে অবশ্য। ১৯৭৭ সালে জিয়াউর রহমানের শাসনামলের হ্যা না এর গনভোটটি হয়েছিল ৩০ মে।  ১৯৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনও হয়েছিল  ৩ জুন।  এর অনেকদিন পর জুন মাসে আর একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে তত্বাবধায়ক সরকারের অধীনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন হয়েছিল ১৯৯৬ সালের ১২ জুন। এরপর ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম , ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম , ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৭ জানুয়ারি ২০২৪ সালে। এই নির্বাচনেও জাতীয় পার্টি ছাড়া উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক দল অংশ নেয়নি।

You might also like