মব বরদাশত করা হবে না: রিজওয়ানা

2

মব জাস্টিসের বিষয়ে সরকার বারবার তার অবস্থান পরিষ্কার করেছে এবং সরকার কোনোভাবেই মব জাস্টিস বরদাশত করে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, যেখানেই মব জাস্টিস হচ্ছে সেখানেই আসামি গ্রেপ্তার করা হচ্ছে।
আজ শনিবার সকালে সাভারে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে একদিনে এক লাখ চারাগাছ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এই উপদেষ্টা। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সরকার বারবার তার অবস্থান পরিষ্কার করেছে। সেটা হচ্ছে, মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না। এখন যে ঘটনাগুলো ঘটছে, সেগুলোর সাথে কোনো সরকার ও সরকারি দলের কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, বিগত ৩/৪ মাস যখনই মব জাস্টিসের খবর পাওয়া গেছে সেখানেই আসামি গ্রেপ্তার করা হয়েছে। কোনো আসামি আর বের হতে পারেনি।’
রিজওয়ানা হাসান বলেন, ‘বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করি, প্রকৃতিও আমাদের রক্ষা করবে না।’ তিনি বলেন, ‘ঢাকা শহর ও আশপাশের এলাকার বায়ুদূষণ, শব্দদূষণ ও ধুলাবালির ভয়াবহতা রোধে আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে। গাছ লাগানো এই পরিবর্তনের পথের প্রথম ধাপ। শুধু চারাগাছ লাগালেই হবে না, তা রক্ষা করাও আমাদের দায়িত্ব।’
উপদেষ্টা আরও বলেন, ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হবে। উপদেষ্টা তাঁর বক্তব্যে ক্ষতিকর পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, যেখানে-সেখানে বর্জ্য পোড়ানো যাবে না। শব্দদূষণ রোধে তিনি গাড়ির হর্ন না বাজাতে ড্রাইভারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ নয়, পরিবেশ ও প্রতিবেশ রক্ষার সকল কাজে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -

- Advertisement -

You might also like