বন্ধ হচ্ছে বিমানের নারিতা ফ্লাইট

3

বিমানের বহুল আলোচিত ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট আগামী ১ জুলাই থেকে বন্ধ হয়ে যাচ্ছে।
রবিবার বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর এ তথ্য জানিয়েছেন।
মূলত হজ ফ্লাইট পরিচালনা, উড়োজাহাজ স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার নিরিখে বিমান এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
টানা লোকসানের কারণে ২০০৬ সালে ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বিমা কর্তৃপক্ষ। এর ১৭ বছর পর ২০২৩ সালের ১ সেপ্টেম্বর আবার নারিতা ফ্লাইট চালু করা হয়।
১৯৭৯ সালে টোকিও ফ্লাইট চালু করেছিল বিমান। ১৯৮১ সালে সাময়িক বিরতির পর ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালাতে শুরু করে বিমান। পরে ২০০৬ সালে জাপানের সঙ্গে বিমানের সরাসরি এ ফ্লাইট বন্ধ হয়ে যায়।
চালুর পর প্রথম আট মাসের যাত্রী পরিবহন, রাজস্ব আয় ও পরিচালনা ব্যয় নিয়ে একটা পর্যালোচনা করে বিমান। তাতে দেখা যায়, গত বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বিমান মোট লোকসান দিয়েছে এক কোটি ৩৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। ওই সময়ের হিসাবে বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় ১৬৬ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ গড়ে প্রতি মাসে লোকসান হয়েছে ২০ কোটি টাকা।

- Advertisement -

- Advertisement -

You might also like