বুধবার জাপান যাবেন প্রধান উপদেষ্টা

4

চার দিনের সফরে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সফরে জাপানের সঙ্গে সাতটি সমঝোতা স্মারক সই হবে।
এছাড়া দুই দেশের শীর্ষ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু, নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
প্রধান উপদেষ্টার জাপান সফর নি‌য়ে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়ো‌জিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার জাপান সফর শুরু হবে বুধবার। সফরে মুহাম্মদ ইউনূস জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
২৯ থেকে ৩০ মে টোকিওতে নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন তিনি।
ইউনূসের সফরে জাপানের কাছে এক বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ।
২০২৩ সালে বাংলাদেশকে সাড়ে ২২ কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছে জাপান।
তার আগে ২০২০ ও ২০২১ সালে জাপান সরকার বাংলাদেশকে মোট সাড়ে ৬৮ কোটি ডলারের বাজেট সহায়তার ঋণ দিয়েছিল।
জাপান সফর শেষে ৩১ মে ঢাকায় ফেরার কথা রয়েছে মুহাম্মদ ইউনূসের।

- Advertisement -

- Advertisement -

You might also like