ইউনুস-তারেক বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট , বললেন মীর্জা ফখরুল

নির্বাচনের সময় নিয়ে আলোচনার আভাষও দিলেন বিএনপি মহাসচিব

14

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির প্রধান নেতা তারেক রহমানের যে বৈঠকটি হতে যাচ্ছে তাকে রাজনৈতিক “ মেজর ইস্যু ও টার্ণিং পয়েন্ট ’’ মনে করেন বিএনপির মহাসচিব র্মীজা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান সরকারের পক্ষ থেকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলের মহাসচিব দাবি করেছেন এপ্রিলের চেয়ে ডিসেম্বরই নির্বাচনের জন্য ভালো সময় । এ বিষয়েও ড. ইউনুস-তারেকের বৈঠকে আলোচনা হবে বলে আভাষ দিয়েছেন র্মীজা ফখরুল ইসলাম আলমগীর।

 

- Advertisement -

- Advertisement -

মির্জা ফখরুল বলেন, আমরা প্রত্যাশা করছি যে, বাংলাদেশের যে রাজনৈতিক সংকটগুলো কাটিয়ে উঠতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎ। ব্যক্তিগতভাবে মনে করি, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে।

প্রধান উপদেষ্টা ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বৈঠককে বড় ইভেন্ট, মেজর পলিটিক্যাল ইভেন্ট উল্লেখ করে তিনি বলেন, এই সাক্ষাৎ হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে।

তিনি সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, বেশ কয়েক দিন আগে, যখন প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে, তখন থেকেই মোটামুটি আলোচনা হচ্ছিল যে, সেখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন; সেখানে সাক্ষাৎ হতে পারে।

মির্জা ফখরুল আরও বলেন, গতকাল আমাদের স্থায়ী কমিটির মিটিং হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অসুস্থ থাকার পরও মিটিং করেছেন। ওনাকে ফরমালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। আগামী ১৩ জুন স্থানীয় সময় ৯টা থেকে ১১টার মধ্যে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে। আমাদের স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে।

 

You might also like