বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সশস্ত্র সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর চলমান অভিযানে দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিনটি সাব-মেশিনগান (এসএমজি), একটি রাইফেল, বিপুল গুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার রাত থেকে ওই এলাকায় ভারী গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সকালে পাহাড়ি জঙ্গলে দুটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা বলা হয়েছে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে।
পাহাড়িরা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফকে চেনে ‘বম পার্টি’নামে। সংগঠনটি ‘কুকি-চিন রাজ্যে’ নামে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল চায়; যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরারা থাকবে না; থাকবে বম, খিয়াং, পাংখুয়া, লুসাই, খুমি ও ম্রোরা।
কেএনএফ ও কেএনএ’র বিরুদ্ধে অভিযানের মুখে বিভিন্ন সময় বম সম্প্রদায়ের প্রায় তিন হাজার ব্যক্তি ভারতের মিজোরাম ও বনজঙ্গলে আশ্রয় নেন। বমদের সামাজিক সংগঠন বম সোশাল কাউন্সিল ও সেনাবাহিনীর সহায়তায় সম্প্রতি তারা ভিটেমাটিতে ফিরতে শুরু করেছেন। বম সোশাল কাউন্সিল বলছে, তিনশ পরিবার এলাকায় ফিরে খাদ্য সংকটের মুখে পড়েছে।