মিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনায় পণ্যবাহী তিনটি কার্গো নিয়ে গেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ-মিয়ানমার নাফ নদীর জলসীমা নাইক্ষ্যংদিয়ায় তল্লাশির কথা বলে কার্গো জাহাজ তিনটি নিয়ে যায় গোষ্ঠীটি।
শনিবার বিকাল পর্যন্ত জাহাজগুলো আরাকান আর্মির হেফাজতেই রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের বিজিবি সেক্টরের পরিচালক(অপারেশন) লে.কর্নেল জসিম উদ্দিন।