চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হতে যাচ্ছে বৃহস্পতিবার। এদিন বেলা ২টা থেকে এই ফল সবার জন্য উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।
এবারের ফল কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হচ্ছে না। বেলা ২টায় নিজ নিজ শিক্ষা বোর্ড থেকে ফল প্রকাশ করা হবে।
এসএসসি ও সমমান পরীক্ষায় এবার ১৯ লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে, পরীক্ষা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত।
ওয়েবসাইটে যেভাবে ফলাফল দেখা যাবে
শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd-এ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দেখা যাবে।
ওয়েবসাইটে গিয়ে ফলপ্রত্যাশীরা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ইনপুট দিয়ে ও শিক্ষাবোর্ড সিলেক্ট করতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই মিলবে ফল।
এসএমএসে জানা যাবে ফলাফল
এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: SSC<Space> Board Name (First 3 letters)<Space>Roll<Space>Year
কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীরা জানবে কীভাবে
কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2025 লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।
মাদ্রাসা শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2025 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এরপরই ফিরতি মেসেজে মিলবে ফলাফল।
এসএসসির ফল পুনঃনিরীক্ষা যেভাবে
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার জন্য আবেদন করতে চায় তাহলে প্রতি বিষয়ের জন্য নির্ধারিত আবেদন ফি হিসেবে গুনতে হবে ১৫০ টাকা। তবে সেটি করা যাবে শুধুমাত্র টেলিটক নম্বর ব্যবহার করে। পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত।
গত ১০ এপ্রিল ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল যেখানে নিয়মিত এবং অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন।