টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। কাঁচা মরিচের কেজিতে দাম বেড়েছে ৩০০ টাকার মতো। এ ছাড়া, বেশকিছু সবজির কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। ব্রয়লার ও সোনালি মুরগির কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। তবে, আলু-পেঁয়াজসহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল।
কয়েকদিনের টানা বৃষ্টিতে অনেক জায়গায় ডুবে গেছে ফসলের খেত। এতে জোগান কমেছে শাক-সবজি ও অন্যান্য কৃষিপণ্যের। এতে করে দাম বেড়েছে এসব পণ্যের। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের।
খুচরায় কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪০০ টাকায়। কিছুদিন আগেও যা ছিল ৮০ থেকে ১২০ টাকা।
সবজির মধ্যে করলার কেজি উঠেছে ১০০ থেকে ১৬০ টাকায়। পটলের কেজি ৭০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। প্রায় সব সবজির কেজিতে ৫ থেকে ১০ টাকা বাড়তি।
সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে ফার্মের মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজিতে। ৩০০ থেকে ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে সোনালি মুরগি।
শাক-সবজির দাম বাড়লেও পেঁয়াজ, রসুন ও আলুর দাম স্থির। ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। রসুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজিতে। ২৫ থেকে ৩০ টাকা কেজিতে স্থির আলুর দাম।