উবার চালককে মারধর: মধ্যরাতে আটক গায়ক নোবেল

0

কারাগার থেকে জামিনে মুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই আবারও বিতর্কে জড়ালেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। মদ্যপ অবস্থায় এক উবার চালককে মারধরের অভিযোগে শনিবার মধ্যরাতে রাজধানীর কল্যাণপুর থেকে তাকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

- Advertisement -

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান জানান, উবার চালকের সঙ্গে মারামারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নোবেলকে থানায় আনা হয়েছে।

থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে নোবেল তার স্ত্রী সালসাবিল মাহমুদকে নিয়ে উবারের একটি গাড়িতে করে কল্যাণপুরের হাবুলের পুকুরপাড় এলাকায় যান। গন্তব্যে পৌঁছানোর পরও তিনি গাড়ি থেকে নামতে রাজি হননি এবং চালকের সঙ্গে অসংলগ্ন কথাবার্তা ও গালাগাল শুরু করেন।

উবার চালক আকবর হোসেনের ভাষ্যমতে, এক পর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে তাকে মারধর শুরু করেন। ঘটনা দেখে আশেপাশের লোকজন জড়ো হয়ে নোবেলকে ঘিরে ফেলে। খবর পেয়ে মিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নোবেল এবং ভাড়ায় চালিত গাড়ি ও তার চালককে থানায় নিয়ে আসে।

গত ২৪ জুন নারী নির্যাতনের এক মামলায় জামিন পান নোবেল। আদালতে তার স্ত্রী সালসাবিল মাহমুদের পক্ষ থেকে জামিনের বিরুদ্ধে কোনো আপত্তি না থাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তাকে জামিন দেন। ওই মামলায় গত ২০ মে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

You might also like