মাইলস্টোনের প্রধান ফটক বন্ধ ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩২

8

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আজ বুধবার সকালে অনেকটাই ফাঁকা। সকাল ১০টার দিকে দেখা গেছে স্কুলের প্রধান ফটক বন্ধ। ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

- Advertisement -

- Advertisement -

স্কুল অ্যান্ড কলেজের কিছু কর্মীকে ফটকের ভেতরে যেতে দেখা গেছে। উত্তরার দিয়াবাড়ি মোড় ও আশপাশের এলাকাতেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে স্কুলের প্রধান ফটকের সামনে উৎসুক জনতার ভিড় দেখা গেছে।

গতকাল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ নজরুল এবং সি আর আবরার। তখন তাঁদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ প্রেস উইংয়ের আরও তিন সদস্য। ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাঁরা সেখান থেকে বেরিয়ে আসেন।

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩২–এ পৌঁছেছে। অগ্নিদগ্ধ হয়ে যাঁরা হাসপাতালে ভর্তি আছেন, তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে হতাহতের এ চিত্র পাওয়া গেছে। আইএসপিআর জানায়, গতকাল বেলা দুইটা পর্যন্ত আহত ব্যক্তির সংখ্যা অন্তত ১৬৫।

You might also like