সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

2

রায় জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

- Advertisement -

- Advertisement -

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ আদেশ দেন।

সকালে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া খায়রুল হককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, খায়রুল হক দুর্নীতিমূলক উপায়ে আদেশ, রায় বা সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবং আদালতের নথিপত্র জাল করেছেন। এই অভিযোগে শাহবাগ থানায় মামলাটি করা হয়।

সম্প্রতি রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

এরপর ২০১০ সালে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের আরেক মামলায়ও গত মঙ্গলবার খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

You might also like