নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

৩৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আকিজ গ্রুপের রেডিমিক্সের ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুজন নিহত হয়েছেন।

- Advertisement -

- Advertisement -

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে তিনশ ফুট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আরোহী আক্তার (৩২) ও খাইরুল বাশার (৩৫)। এ দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন।

পূর্বাচল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, রাজধানীর কুড়িল এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা তিনশ ফুট সড়ক দিয়ে রূপগঞ্জের কাঞ্চনের দিকে যাচ্ছিল। তিনশ ফুট সড়কে আকিজ গ্রুপের একটি রেডিমিক্সের  ট্রাক ওভারটেক করার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আরোহী আক্তার ও খাইরুল বাশার নিহত হন।

তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ রেডিমিক্সের ট্রাকটি জব্দ এবং ট্রাকের চালক ফকরুল ইসলাম ও তার সহকারী সাহেদুল ইসলামকে আটক করেছে।