কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

54

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

- Advertisement -

- Advertisement -

মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানা ও ময়নামতি হাইওয়ে ক্রসিং পুলিশ এই তথ্য জানিয়েছে।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার মিজানুর রহমানের ছেলে সিয়াম ও ভোলা জেলার চরফ্যাশনের উত্তর চর মাদ্রাজের আবেদ আলীর ছেলে সাইফুল ইসলাম।

মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার ওসি শাহাবুদ্দিন বলেন, “সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ এলাকায় একটি গাড়ি সিয়ামের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। সিয়ামের মোটরসাইকেলে থাকা আরোহী বেঁচে গেলও ঘটনাস্থলে প্রাণ হারান সিয়াম। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।”

তিনি বলেন, “আইনি প্রক্রিয়া শেষে সিয়ামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার বলেন, “ঈদের দিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় একটি মোটরসাইকেল সামনে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এ সময়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম নিহত হন। তার পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

ওসি ইকবাল বাহার বলেন, “মোটরসাইকেলটি দ্রুতগামী ছিল, যে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।”

You might also like