হবিগঞ্জে ট্রাক-পিকআপের সংঘর্ষ, নিহত ৪

41

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে বাখরনখরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাধবপুর থানার ওসি আব্দুলাহ আল মামুন।
নিহতরা হলেন-নবীগঞ্জ উপজেলার চমকপুর গ্রামের মোস্তাকিমা আক্তার, হাফিজুর রহমান, বাগতা গ্রামের আয়েশা বেগম ও পিকআপ ভ্যানের চালক মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রহিম মিয়া।
ওসি বলেন, “ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছে। পিকআপে ঘরের জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিল।
“আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।”

- Advertisement -

- Advertisement -

ওসি মামুন বলেন, মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

You might also like