ভারত থেকে ৪ জনকে পুশইন, সীমান্তে আটক করল বিজিবি

0

ভারত থেকে বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়ার পর চারজনকে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্তে এই ঘটনা ঘটে। আটকদের মধ্যে দুইজন নারী এবং দুইজন পুরুষ।
৪২ বিজিবি ব্যাটালিয়ন জানায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরুচুনা সীমান্ত দিয়ে দুইজন নারীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে।
একই রাতে দিনাজপুর জেলার বিরল উপজেলার রামচন্দ্রপুর সীমান্ত দিয়ে আরও দুইজন পুরুষকে পুশইনের চেষ্টা করা হলে, বিজিবি সেখান থেকেও তাদের আটক করে।
বিজিবি আরও জানায়, আটকদের পরিচয় এবং তারা কেন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। এ বিষয়ে ৪২ বিজিবির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

- Advertisement -

- Advertisement -

You might also like