বলিউড তারকা সালমানের বিগ বাজেটের ছবি ‘সিকান্দার’র প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। ছবির প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালার জন্মদিনে (১৮ ফেব্রুয়ারি) এই পোস্টার প্রকাশ করা হয়েছে। জানা যায়, আসন্ন ঈদুল ফিতরে অর্থাৎ ২৮ মার্চ মুক্তি পাবে এটি।
এর আগে গত ডিসেম্বরে প্রকাশ্যে এসেছিল সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’-এর এক ঝলক।
সিকান্দারের পোস্টার শেয়ার করে নিজের এক্স হ্যান্ডেলে সাজিদ লেখেন, ‘সমস্ত ভক্তদের বলব, আপনাদের ধৈর্য আমাদের সম্পদ। সাজিদ নাদিয়াওয়ালার জন্মদিনে আপনাদের জন্য একটা ছোট্ট উপহার। সিকান্দারকে অনেক ভালোবাসা দিয়েছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি আপনাদের জন্য বড়সড় সারপ্রাইজ রয়েছে। আমাদের সঙ্গে থাকুন।’
প্রযোজকের এই পোস্ট দেখে সালমান-ভক্তরা ধারণা করছেন, ২৭ ফেব্রুয়ারি হয়তো মুক্তি পাবে সিনেমাটির ট্রেলার!
এদিকে, পোস্টারটি নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন নায়ক নিজেও। অ্যাকশনে ভরপুর এ সিনেমায় তার সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন রাশমিকা মান্দানা।
এর আগে সিনেমাটির প্রথম ঝলকেই ভাইজান বুঝিয়ে দিয়েছেন যে, তিনি এবার ‘সুলতান’র মতোই প্রত্যাবর্তন করতে চলেছেন। এ আর মুরুগাদোসের পরিচালিত সিকান্দার মূলত অ্যাকশন ঘরানার, এ আভাস টিজারেই স্পষ্ট।