ইউক্রেনে ন্যাটোর সেনাদের মেনে নেবে না রাশিয়া

২৭

ইউক্রেনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সেনাদের উপস্থিতি রাশিয়া মেনে নেবে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

- Advertisement -

- Advertisement -

ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনার পর এমন মন্তব্য করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে আমেরিকার সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘কোনো শান্তি চুক্তির অধীনেই ইউক্রেনে ন্যাটো দেশগুলোর বাহিনী রাশিয়া গ্রহণ করবে না। অন্য কোনো পতাকার নিচে কোনো সশস্ত্র বাহিনীর উপস্থিতি কিছুই বদলাতে পারে না। অবশ্যই এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি খুব জরুরি আলোচনা ছিল। আমরা একে অপরের কথা শুনেছি। আমেরিকা ও রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব একে অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করবে এবং সম্পূর্ণ সহযোগিতা পুনরায় শুরু করার মতো পরিবেশ তৈরি করবে।’

বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন। সেগুলো হলো– দুই পক্ষই ওয়াশিংটন ও মস্কোতে দুই দেশের দূতাবাসে কর্মীদের ফিরিয়ে সেগুলো সচল করার বিষয়ে একমত হয়েছে। পাশাপাশি ইউক্রেন শান্তি আলোচনায় সহায়তার জন্য দুই দেশই একটি করে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে।

এ ছাড়া দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র খতিয়ে দেখবে দুই পক্ষ।

এদিকে ইউক্রেনকে আলোচনায় আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই বিষয়টিকে জেলেনস্কি ‘আশ্চর্যজনক’ বলে উল্লেখ করেছেন।