সুদের হার বাড়ালেও সঞ্চয়পত্রের প্রতি গ্রাহকদের আগ্রহ কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এমনই চিত্র উঠে এসেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ৩২ হাজার ৩৫৪ কোটি টাকার সঞ্চয়পত্র ভেঙেছে গ্রাহকরা। এর মধ্যে অক্টোবর থেকে ডিসেম্বর তিন মাসেই ভেঙেছে ২৫ হাজার ৬৯৫ কোটি টাকার সঞ্চয়পত্র।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে ৩০ হাজার ১০৯ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে বিক্রি হয়েছিল ৪১ হাজার ২৯০ কোটি টাকা। বিক্রি কমেছে ১ হাজার ২৬৩ কোটি টাকা বা প্রায় ২৭ শতাংশ।
বিশ্লেষকদের মতে, আয়-ব্যয়ের ভারসাম্যহীনতা ও ব্যাংকের উপর আস্থাহীনতায় অনেকেই সঞ্চয়পত্র ভাঙতে বাধ্য হচ্ছেন।
অন্যদিকে ব্যাংক হিসাব জব্দ ও স্থগিতের মতো পদক্ষেপ নেওয়ায় অনেকেই সঞ্চয়পত্রে টাকা রাখতে আগ্রহী হচ্ছেন না।