ভারতের তেলেঙ্গানা রাজ্যে নির্মাণাধীন একটি টানেলের একাংশ ধসে পড়ে অন্তত আট শ্রমিক আটকা পড়েছেন।
শনিবার রাজ্যটির নাগারকুর্নল জেলার অমরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ওই এলাকার শ্রীশাইলম বাঁধের নির্মাণাধীন বর্ধিতাংশের পেছনের টানেলটির একটি অংশ ধসে পড়ে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ধসে পড়ার আগে কিছু শ্রমিক একটি লিক মেরামত করতে টানেলটিতে প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে প্রায় অনেকেই বের হয়ে আসেন। তবে এখনো অন্তত আটজন ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এনডিটিভি জানায়, তাদের উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে।
ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, টানেলটির ১০ মিটারের বেশি অংশ ধসে পড়েছে কিন্তু কাদা ছড়িয়েছে ২০০ মিটারেরও বেশি অংশজুড়ে।
এক বিবৃতিতে জানানো হয়, শনিবার দোমলাপেন্টার কাছে শ্রীশাইলম বাঁধের পেছনের টানেলের একটি অংশ ধসে পড়েছে। বাম পাশের টানেলটির ছাদের তিন মিটার অংশ ধসে পড়েছে। ওই অংশে শ্রমিকরা কাজ করার সময় এ ঘটনা ঘটে। মাত্র চার দিন আগে টানেলটি ফের খোলা হয়েছিল।
কর্মকর্তারা জানান, যে আট শ্রমিক আটকা পড়েছেন তাদের মধ্যে চারজন ঝাড়খণ্ডের, দুইজন উত্তর প্রদেশের, একজন জম্মু ও কাশ্মীর এবং অপরজন পাঞ্জাব থেকে এসেছেন।