চার ডিআইজি বাধ্যতামূলক অবসরে 

২২

পুলিশের চারজন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

- Advertisement -

- Advertisement -

রবিবার (২৩ ফেব্রুয়ারি) জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নসিমুল গনির সই করা চারটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন- হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া ও আমেনা বেগম, নৌপুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস আমিন এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. নিশারুল আরিফ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। অবিলম্বে এ প্রজ্ঞাপন কার্যকর হবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর পুলিশ ও প্রশাসনে ব্যাপক রদবদল করে অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত সরকারের বিভিন্ন পদে থাকা অনেক কর্মকর্তাকেই বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত করা হয়।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি ২২ জন সাবেক জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বর্তমানে যুগ্মসচিব পদমর্যাদার এই কর্মকর্তারা ০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এর একদিন আগে ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ জন সাবেক জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়।