গাজায় আবারও শিশুদের পোলিও টিকাদান কার্যক্রম শুরু

২০

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় শুরু হয়েছে শিশুদের পোলিও টিকাদান কার্যক্রম।

- Advertisement -

- Advertisement -

এ দফায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর এবং অক্টোবরে দুই দফায় টিকাদান কার্যক্রম পরিচালনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সে সময় লক্ষ্যমাত্রা ছিল ৯৫ শতাংশ শিশুকে টিকা খাওয়ানোর। তবে তার চেয়ে বেশি শিশুকে টিকা খাওয়ানোর কথা জানিয়েছে সংস্থাটি।

এরপর উপত্যকাটিতে নতুন করে পোলিও আক্রান্ত শিশুর খবর মেলেনি বলে জানানো হয়েছে। তবে জাবালিয়া, বেইত লাহিয়া ও বেইত হানুনে ৭ হাজার শিশু টিকা পায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এছাড়া ২০২৪ এর ডিসেম্বরে এবং এ বছরের জানুয়ারিতে দেইর আল বালাহ এবং খান ইউনিসের পোলিও ভাইরাসের উপস্থিতি পায় সংস্থাটি।