স্বাধীন-নিরপেক্ষ তদন্ত ও বিচার পেলে শহীদদের পরিবার সন্তুষ্ট হবে: জি এম কাদের

85

নিজেকে শহীদ পরিবারের সদস্য উল্লেখ করে বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

- Advertisement -

- Advertisement -

তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কাজ নিয়ে শহীদ পরিবারের মাঝে আস্থার অভাব ছিল। বর্তমান সরকার পুনরায় তদন্ত করছে, আমরা আশা করছি সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে তদন্ত ও বিচার কাজ হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন। দোয়া মুনাজাত করেন এবং শহীদ সেনা কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

কাদের বলেন, সরকার শহীদ সেনা দিবস ঘোষণা করে আমাদের অন্তরের দাবি পূরণ করেছে। যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হবে এটাই আমাদের প্রত্যাশা।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, এখন একটা নতুন ধরনের সংস্কৃতি চালু হয়েছে। যেমন, বিগত সরকার যেগুলো ভালো বলেছে এখন তাকে খারাপ বলা হচ্ছে। তখন যেগুলো খারাপ বলা হয়েছে, এখন তাকে ভালো বলা হচ্ছে। বিগত সরকার যেটাকে হ্যাঁ বলেছে, বর্তমানে তাকে না বলা হচ্ছে। বিগত সরকার যেটাকে না বলেছে, এখন সেটাকে হ্যাঁ বলা হচ্ছে, ঢালাওভাবে। স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত ও বিচারকার্য সম্পন্ন হলে শহীদ পরিবারগুলো সন্তুষ্ট হবেন বলে মনে করি।

তিনি বলেন, আমিও শহীদ পরিবারের সদস্য বলা যায়। আমার ভাগ্নে (বোনের ছেলে) শহীদ কর্নেল কুদরত-ই-এলাহী রহমান শফিক। ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়ার সময় হয়েছিল। সে এই হত্যাযজ্ঞে শহীদ হয়েছে। আমার সেই প্রিয় ভাগ্নের জন্য সব সময় অন্তরে ব্যথা অনুভব করি। শহীদ পরিবারের মনোযন্ত্রণা যাতে লাঘব হয় সেলক্ষ্যে সবাই কাজ করবেন এ প্রত্যাশা করছি।

You might also like