তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ

২৪

শপথ নেওয়ার প্রায় ৩ মাস পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

- Advertisement -

- Advertisement -

বুধবার (২৬ ফব্রেুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার পদত্যাগ করেন। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা সমন্বয়কদের নিয়ে শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। সেখানেই যুক্ত হচ্ছেন নাহিদ ইসলাম।

গত ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ আলম। তবে সে সময় তাকে কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি। দপ্তরহীন উপদেষ্টা হিসেবেই দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।