অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন: বাকের মজুমদার

৩০

গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি গঠনের পর বুধবারের মারামারির বিষয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক আবু বাকের মজুমদার।

- Advertisement -

- Advertisement -

তিনি বলেন, ‘একটি অংশ উত্তেজনা তৈরির চেষ্টা করেছে। গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কারা জড়িত বের করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’

বৃহস্পতিবার (২৭ পেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন নবগঠিত ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার।

২০৫ সদস্যর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে আবু বাকের মজুমদার বলেন, ‘শিক্ষার্থীরা ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি চায় না। সে অনুযায়ী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজ করবে।’

বাকের মজুমদার বলেন, ‘যেসব শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিকভাবে সচেতন তাদের নিয়েই গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি গঠন করা হবে। আমাদের এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা বিভিন্ন ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা কমিটিটি করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য কালকে আমরা কমিটিটি প্রকাশ করতে পারিনি।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘ভুল বোঝাবুঝির জন্য জাতির সামনে বলতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। শিক্ষার্থী ও মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সংগঠন কাজ করে যাবে। এই ছাত্র সংগঠনে কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স ২৮। ভর্তির পর সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত নেতৃত্বে থাকবে। কাউন্সিলের ভিত্তিতে কমিটি গঠনে ৬ মাস লাগবে।’

এদিকে, ব্যক্তিগত কারণ দেখিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের সিনিয়র সদস্য সচিব পদ থেকে অব্যাহতি নিয়েছেন রিফাত রশিদ।

গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব জাহিদ আহসান, সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র আশরেফা খাতুন।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব মহির আলম, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি।

শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ৮ সদস্য থেকে ১২ সদস্যের কমিটি প্রকাশ করে নতুন এই ছাত্র সংগঠন।

এদিকে, পদ না পেয়ে সেখানে বিক্ষোভ শুরু করেন ছাত্রদের একাংশ। এসময় নানা স্লোগান দিতে থাকেন তারা। দল গঠনকে কেন্দ্র করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বেসরকারি শিক্ষার্থীদের সাথে হট্টগোল পর্যায় চলে যায়। সংগঠকদের মধ্যে হাতাহাতিতে আহত দুই সমন্বয়ককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।