ভারতের উত্তরাখণ্ডের চামোলিতে তুষারধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।
রবিবার বিকেলে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গত শুক্রবার চামোলির বদ্রীনাথ মন্দির থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মানা গ্রামের কাছে বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) সাইটে তুষারধস হয়।
তুষারধসের কারণে আটটি কন্টেইনার ও একটি শেডের ভেতরে অর্ধশতাধিক শ্রমিক চাপা পড়েন। শুক্রবার রাত পর্যন্ত তাদের মধ্য থেকে ৩৩ জনকে এবং শনিবার ১৭ জনকে উদ্ধার করা হয়।
সেনাবাহিনী, বিমানবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এসডিআরএফ) কর্মীদের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। দুই শতাধিক কর্মী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন।
ভারতীয় সেনাবাহিনীর তিনটি, বিমানবাহিনীর দুটি এবং সেনাবাহিনীর ভাড়া করা একটি বেসামরিক হেলিকপ্টার উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করতে বিশেষায়িত রেকো রাডার, ড্রোন ও উদ্ধারকারী কুকুরের সহায়তা নেওয়া হচ্ছে।
গতকাল শনিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আকাশপথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি ত্রাণ ও উদ্ধার অভিযান পর্যালোচনা করেছেন তিনি।