আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

২৩

বৈষম্য নিরসনের দাবি না মানলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

- Advertisement -

- Advertisement -

রবিবার (২ মার্চ) সকালে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে এ কথা জানান পরিষদ সমন্বয়ক মফিজুর রহমান। এ ছাড়া পূর্ণদিবস কর্মবিরতিও পালন করছেন প্রশাসন বাদে অন্য ২৫ ক্যাডারের কর্মকর্তারা।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ আজাদ খান জানান, তাদের আন্দোলন সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে নয়। প্রশাসন বাদে অন্য ক্যাডাররা যে বৈষম্যের শিকার তার প্রতিবাদ।

পরিষদ সমন্বয়ক মফিজুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করায় যে ১২ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। অবিলম্বে সেই আদেশ প্রত্যাহার করতে হবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের আটজনের মধ্যে ছয়জনই প্রশাসন ক্যাডারের। তাদের প্রতিবেদনে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের সুপারিশ নেই। এর উদ্দেশ্য প্রশাসন ক্যাডারকে আরও শক্তিশালী করা।